হাসিনা খালেদা (কবিতা)

আবু আবদুল্লাহ
হাসিনা খালেদা
নয় তারা আলাদা
সাথে আছে এরশাদ চাচাও,
জালিম ওরা ওরাই মোরতাদ
নামাজ রোজা করে যদিও।

আল্লাহর বিধান ছুড়ে ফেলে ওরা
করেছে কায়েম কুফরি তন্ত্র,
মুসলিম ঘরে জন্ম যদিও
তবুও ওরা  ভ্রান্ত।

হারামেতে খুশি ওরা
নাফরমানীতে জিন্দাবাদ
রবের আদেশ ফরজ জিহাদ
সেটাই নাকি জঙ্গিবাদ!

নিপাত যাক
ওরা নিপাত যাক।

মদ সুদ যেনা নয় কোন অপরাধ
শুরু কর মনে চায় যখনি
কালিমার পতাকা উড়াতে চাইলেই
গুম খুন শুরু তখনি।

কারো শ্লোগান জিয়ার সৈনিক
কারো জয় বাংলা জিন্দাবাদ
আমরা বলি নারায়ে তাকবির
আল্লাহু আকবার
বাকি সবি মুর্দাবাদ।

Comments

Popular posts from this blog

অপূর্ব হুরের স্বামী (কবিতা)

আমরা বাংলার মুজাহিদ

সিমান্ত ভেঙ্গে ফেল বার্মার (কবিতা)