প্রবাসীদের ফিতরা আদায়ের নিয়ম
আবু আবদুল্লাহ
যারা প্রবাসে থাকে তারা ফিতরা কিভাবে আদায় করবেন
এটা অনেক সময় তাদের জানা থাকেনা।
আবার অনেকেই সঠিকটা জানেননা।
প্রবাসীদের ফিতরা আদায়ের নিয়মঃ
প্রবাসীদের ফিতরা নিজ দেশেও আদায় করা যাবে৷
বিদেশেই আদায় করা জরুরী নয়৷
এ ক্ষেত্রে পৌনে দুই কেজি গম বা আটা দিয়ে আদায় করা উত্তম৷
অবশ্য তার মু্ল্য দ্বারা আদায় করলেও জায়েয হবে৷
তবে এ ক্ষেত্রে প্রবাসী যে দদেশে থাকেন সেই দেশের গম, আটা, খেজুর বা কিসমিস বা তার মূল্য
হিসেব করে দিতে হবে,
তাই কেউ যদি তার ফিতরা নিজ দেশে আদায় করতে চায়,
তবে আপনার ফিতরা গম বা আটার মু্ল্য দ্বারা আদায় করতে চায় তবে
সে যে শহরে বসবাস করে সেই শহরের পৌনে দুই কেজি গম বা আটার মু্ল্য অনুযায়ী আদায় করতে হবে ৷
-রদ্দুল মুহতার, ৩/৩২১; ফতওয়ায়ে রহীমীয়া ৭/১৯৫; মাসায়েলে রোযা,পৃ: ২১৭৷
Comments
Post a Comment