গণতন্ত্র! ইসলাম কি বলে?
আবু আবদুল্লাহ
গণতন্ত্র অর্থ কি?
গণতন্ত্র শব্দটাই হচ্ছে আগাগোড়া কুফরি।
গন+তন্ত্র = গণতন্ত্র
(গন) মানে হচ্ছে জনগন(জনগনের)
(তন্ত্র) মানে হচ্ছে আইন
সুতরাং গনতন্ত্র মানে হচ্ছে জনগনের আইন।
এই গণতন্ত্র বা জনগনের আইন আর আল্লাহ তায়ালার বিধান অনুযায়ী ইসলামী আইন কখনোই এক হতে পারেনা।
একদিকে তাওহীদের অবস্থান
অপরদিকে কুফরি গনতন্ত্রের অবস্থান
একদিকে আল্লাহ তায়ালার বিধান
অন্যদিকে
শয়তান ও মানব রচিত কুফরি সংবিধান।
হে আখিরাতের পথিক!
আপনি কার অনুসরণ করবেন?
আল্লাহ তায়ালার
নাকি শয়তানের???
আবার অনেকে আছে গনতন্ত্রকে জায়েজ করার জন্য বলে আমরা গনতন্ত্রের কুফরি দিকগুলি মানিনা আমরা শুধু ভালটাই গ্রহন করি!
তাদের কাছে আমাদের প্রশ্ন,
হে বুদ্ধিজীবী বলুন তো পেশাব যা ইসলামের দৃষ্টিকোন থেকে নাপাক,
এখন আপনি যদি পেশাব থেকে পাক কিছু পাওয়ার আশা করেন তাহলে বলুন পেশাবের কোন অংশটা পাক?
পেশাবে পাক কিছু খোঁজা
আর গনতন্ত্রে হালাল কিছু খোঁজা
একই ব্যাপার।
হারাম কিছুর আগে শুধুমাত্র ইসলাম বসিয়ে দিলেই কি তা হালাল হয়?
মদ,যিনা,খুন,ডাকাতির যেমন কোন ইসলামী রুপ নেই,
ঠিক তেমনিভাবে কুফরি গনতন্ত্রের ও কোন ইসলামী রুপ নেই।
এটা সর্ব অবস্থায় হারাম...
তবুও যদি কেউ এই কুফরিতন্ত্র থেকে ফিরে না আসে তবে,
আল্লাহ তায়ালার ভাষায় বলতে হয়ঃ
মহান আল্লাহ্ তায়লা বলেনঃ
“আমিতো বহু জীন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা বোঝেনা, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখেনা এবং তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনেনা। এরা পশুর মতো বরং তার চেয়েও পথভ্রষ্ঠ। এরাই উদাসীন” (সূরা আ’রাফ, আয়াত-১৭৯)।
আল্লাহ তায়ালা আরো বলেনঃ
“এরাই তারা, আল্লাহ যাদের হৃদয়, কান ও চোখ মোহর করে দিয়েছেন, আর ওরাই তো গাফেল। নিশ্চয়ই উহারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে”(সূরা নাহল, আয়াত ১০৮-১০৯)
Comments
Post a Comment