গণতন্ত্র হারাম কেন?
আবু আবদুল্লাহ
আলো আর অন্ধকার যেমন এক নয়,
তেমনি ভাবে ইসলামী শাসনব্যবস্থা আর গনতন্ত্র কখনো এক নয়।
একদিকে হচ্ছে "তাওহিদ"
অপর দিকে হচ্ছে তাওহদের সম্পূর্ণ বিপরিত সুস্পষ্ট কুফর "গনতন্ত্র"
সুদের আগে যেমন ইসলাম লিখে "ইসলামী সুদ" বললেও এটা হারাম থেকে কখনো হালাল হয়ে যায়না,
মদের বতলে যেমন "ইসলামী মদ" লিখলে এটা হারাম থেকে কখনো হালাল হয়ে যায়না,
যিনা যেমন কোন হেকমত অবলম্বন করেই "হালাল" করা যায়না
ঠিক তেমনি ভাবে কুফরি মতবাদ "গনতন্ত্রকে" ইসলামী গণতন্ত্র বললে এটা কখনো হালাল হতে পারেনা।
কোন হেকমত অবলম্বন করেই এই স্পষ্ট কুফরি "গণতন্ত্রকে" কে জায়েজ করা যাবেনা।
গনতন্ত্র হারাম কেন?
গনতন্ত্র হারাম কেন? দেখুন এর কারন সমূহঃ
১.আল-কুরআনঃ “যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য|” [২:১৬৫]
গনতন্ত্রঃ জনগনই সকল ক্ষমতার উৎস ।
২. আল-কুরআনঃ “আল্লাহ ছাড়া কারও বিধান দেবার ক্ষমতা নেই।” [১২:৪০]
গনতন্ত্রঃ আইন প্রণয়নের ক্ষমতা জনগন, সংসদ, মন্ত্রী-এমপির (মদ, পতিতালয় বৈধও হতে পারে) ।
৩. আল-কুরআনঃ আল্লাহ তাআলা সার্বভৌমত্বের মালিক। [৩:২৬]
গনতন্ত্রঃ সার্বভৌমত্বের মালিক জনগন।
৪. আল-কুরআনঃ “(হে নবী) আপনি যদি অধিকাংশের রায়কে মেনে নেন তাহলে তারা দ্বীন থেকে বিচ্যুত করে ছাড়বে|” [৬:১১৬]
গনতন্ত্রঃ অধিকাংশের রায়ই চুড়ান্ত সিদ্ধান্ত।(তা যত খারাপই হোকনা কেন)
৫ আল-কুরআনঃ “আল্লা’হ তা’আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। ” [২:২৭৫]
গনতন্ত্রঃ গণতন্ত্র সূদভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করে।
৬.আল-কুরআনঃ ব্যভিচার শাস্তিযোগ্য অপরাধ। [২৪:২]
গনতন্ত্রঃ সংসদ পতিতালয়ের (যিনা) লাইসেন্স দেয়।
৭. আল-কুরআনঃ সৎকর্ম ও খোদা ভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। [৫:২]
গনতন্ত্রঃ অধিকাংশ ক্ষেত্রে প্রার্থী নিজের সুনাম ও প্রতিদ্বন্দ্বীর কুৎসা রটায়।
৮. আল-কুরআনঃ মদ, জুয়া, লটারী নিষিদ্ধ। [৫:৯০]
গনতন্ত্রঃ মদ এর লাইসেন্স দেয়। জুয়া, লটারী বৈধ।
৯.আল-কুরআনঃ “হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না।তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সেতাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। ” [৫:৫১]
গনতন্ত্রঃ কোন সমস্যা নাই। যার সাথে ইচ্ছা (আমেরিকা, ইসরাইল,ভারত) বন্ধুত্ব কর।
ওহে প্রিয় ভাই,
ঈমান হরণকারী গনতন্ত্রের বুকে লাথি মেরে,
এখনো কি মহান "রবের"দিকে ফিরে আসবেন না???
এসব স্পষ্ট বিষয়গুলি জানার পরেও
কোন মোসলমান কি করে এ গনতন্ত্রকে সমর্থন করে ঈমানদার থাকতে পারে!
যা সরাসরি কুফরি মতবাদ!!
Good post
ReplyDeleteভাল পোস্ট।
ReplyDelete