প্রতিশোধ (কবিতা)

    আবু আবদুল্লাহ
    রাইফেল কর রেডি
    শমসেরে দে শান,
    দেরি নয় আর ভাই
    তুলে নে মেশিনগান।
    গ্রেনেডের পিন খুলে
    ছুড়ে মার হে ভাই,
    তাগুতের সবকিছু
    করে দে তুই ছাই।
    রাইফেলের গুলিতে
    ভেদ কর নিশানা,
    হতে হবে সাহসী
    ভীরু কভু না।
    পিস্তলবাজিতে
    হতে হবে দক্ষ,
    থাকবেনা নিরাপদ
    শত্রুর বক্ষ।
    নিতে হবে প্রতিশোধ
    প্রতি ফোটা রক্তের,
    পেতে হবে সাজা
    তাগুতের ভক্তের।
    কর ভাই আঘাত
    তুফানের গতিতে,
    ফিরে পেতে সাহস
    ফিরে দেখ অতীতে।
    নয় শুধু হুশিয়ারি
    নয় শুধু হুংকার,
    মাটিতে দে মিশে
    দুশমনের বাংকার।

Comments

Popular posts from this blog

অপূর্ব হুরের স্বামী (কবিতা)

আমরা বাংলার মুজাহিদ

সিমান্ত ভেঙ্গে ফেল বার্মার (কবিতা)