আবেদ তুমি মস্তবড় (কবিতা)
আবু আবদুল্লাহ
নামজ রোজা করছো আদায়
জিহাদের খবর নাই,
আবেদ তুমি মস্তবড়
ফরজ জিহাদ ছেড়েই ভাই?
ওয়াজিব সুন্নাত আর মুস্তাহাব
কোন কিছুই ছাড়না,
কিন্ত তুমি ফরজ জিহাদ
কিছুতেই যে ধরনা।
শান্ত শিষ্ট ভদ্র মানুষ
মিষ্টি হাঁসি মুখে,
শুনলে আবেদ জিহাদের কথা
ঝরে আগুন চোখে।
রাছুল মোদের ভেঙ্গেছে দাঁত
জিহাদের ময়দানে,
ছেড়ে জিহাদ তবু ওরা
আশেকে রাছুল সবখানে।
ছাড়ো এসব ভন্ডামি ভাই
নাও তুলে হাতিয়ার,
অস্ত্র দিয়ে মারো কাফির
আঘাত করো বারংবার।
Comments
Post a Comment